অভিজ্ঞ ভাই দের কাছে জানতে চাই কিভাবে ফেসবুকে বিজ্ঞাপনের টাকা পরিশোধ করতে পারব।আমার কাছে পেওনিয়ার এর মাষ্টার কার্ড আছে।ফেসবুক এ পেমেন্ট মেথড হিসাবে অ্যাড করতে চাইছিলাম, পারছি না। একটা ব্র্যাক ব্যাংকের সেলারি ক্রেডিট কার্ড আছে চেষ্টা করছিলাম কাজ হয় নাই।
দয়া করে এই ফোরামের সদস্যদের কাছে সাহায্য আশা করছি।