হয়তো তোমাকে কোনদিন পাবো না
হয়তো তোমাকে কোনদিন ছোয়াও হবে না
বৃস্টিতে ভেজাও হবে না কখনও
তোমার সাথে।
হয়তো আর কখনই
তোমার হাতে হাত রেখে
শোনা হবে না তোমার
কবিতার কথাগুলো।
তবুও মনে হবে একজন ছিলো
যার সাথে হয়ত উষ্ণতা ভাগাভাগি হয়নি,
কিন্তু না বলা কথা গুলোও সে বুঝে নিত
এই মুঠোফোনের স্কিনের সাদাকালো ফন্টে।
বি.দ্র: এই কবিতাটি অন্য একজনের লিখা।সামান্য পরিমার্জন করে প্রকাশ করলাম।আশা করি, ভালো লাগবে।