আমাদের অর্থমন্ত্রী মাল সাহেব বলেছেন সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দেবেন। এই ঘোষনায় বেশ চিন্তিত। আমার আম্মার ৩ বছর মেয়াদের ১০ লাখ টাকার একটা সঞ্চয়পত্র আছে। তিন মাস অন্তর মুনাফা দিলেও আম্মা ৬ মাস অন্তত মুনাফা তুলে। প্রায় ৫৩ হাজার টাকা লাভ দেয়।
আমার প্রশ্ন, মেয়াদ শেষ হয়ে গেলে যদি মূল টাকা না তুলে তবে সঞ্চয়পত্র কি অটো রিনিউয়াল হবে? অটো রিনিউয়াল হলে কি আগের রেটেই মুনাফা (সুদ) দিবে?