Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ইবুক রিভিউ + ডাউনলোডঃ জানতে চান লেখক হওয়ার মূলমন্ত্র!

$
0
0

বইয়ের(ইবুক) নামঃ জানতে চান লেখক হওয়ার মূলমন্ত্র!
লেখকঃ সালাউদ্দিন ব্যাপারী
প্রকাশনায়ঃ Bangla Books PDF
ডাউনলোডঃ এখানে ক্লিক করুন

https://3.bp.blogspot.com/-rI_PBCMO7Ow/WTf6wXu51aI/AAAAAAAAHyo/VIXWoswnZwwNw4kfmBLZzFcdNY__kpcLQCLcB/s200/Writing-Naturally-By-Jennifer-H..jpg

কেউ যদি অনলাইনে লেখালেখি করতে চায়, তবে তার জন্য এই বই।

কেউ যদি অফলাইনে লেখালেখি করতে চায়, তবে তার জন্য এই বই।

কেউ যদি লেখালেখি শিখতে চায়, তবে তার জন্য এই বই।

কেউ যদি জানতে চায় যে একজন লেখক কিভাবে একজন লেখক হিসেবে গড়ে উঠে, তবে তার জন্য এই বই।

বই থেকে কিছু অংশ তুলে ধরছি...
লেখালেখিটা এক ধরণের আর্ট। এটাকে শিখতে হয়। বেশি বেশি পড়তে হয়।
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর বিভিন্ন বই থেকে জানা যায় যে, তিনি বেশ পড়তেন।
সব ভালো ভালো লেখকেরা ভালো লেখক কেন জানেন? কারণ, ওনারা বেশি বেশি পড়েন।
লেখক হতে হলে, আগে হতে হবে পাঠক। তারপর নিজস্ব ভাব লেখার মাধ্যমে গুছিয়ে উপস্থাপন এর মাধ্যমে হয়ে উঠতে পারবেন একজন লেখক।

যাইহোক, লেখালেখিটা শিখতে গেলে পড়তে হয় প্রচুর। ইন্টারনেট ঘাঁটলে লেখালেখির উপর হরেক রকমের লেখা পাবেন। সেগুলো পড়লেও শিখতে পারবেন লেখালেখির অনেককিছু। তাছাড়া, যে বিষয়ে লিখবেন সে বিষয়ের উপরও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রেও আপনাকে পড়তে হবে।
মোটকথা, ভালোমানের লেখক হবার জন্য পড়ার কোন বিকল্প নেই।...


আশা করি, বইটি নতুনদের জন্য উপকারী হবে।

আর হ্যাঁ! অভিজ্ঞ ভাই/বোনেরা মতামত রাখবেন, কেমন লিখেছি তা জানাবেন কিন্তু। smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>