আসন্ন ঈদে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি-লঞ্চ ও ঘাট এলাকায় যানজট নিরসনসহ যাত্রী নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগে ঘাট এলাকায় এবার ঘরমুখো মানুষ কোন ভোগান্তির শিকার হবেন না। ধারণা করা হচ্ছে, বরাবরের মত এবারের ঈদের ছুটিতেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে যাত্রী ও পরিবহণের বাড়তি চাপ পড়বে। যানবাহনের বাড়তি চাপ ও যাত্রী নিরাপত্তাসহ যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ/টিসি নানা ধরনের প্রস্ততি গ্রহণ করেছে। নদী পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এ রুটে সংস্থার ছোট-বড় ১৮টি ফেরি সার্বক্ষনিক চালু থাকবে। দুর্ভোগ লাগবে গতবারের ন্যায় এবারও ঈদের আগে-পরে ৩ দিন অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। কোন ফেরি যান্ত্রিকক্রুটিতে বিকল হলে সংস্থার ভাসমান কারখানা ‘মধুমতি’ পাটুরিয়ায় জরুরি ভিত্তিতে ফেরির মেরামত ও সংস্কার কাজ করবে। এ কারণে কারখানার সকল কর্মকর্তা-কর্মচারিদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে ফেরি ও লঞ্চ ঘাটের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। দৌলতদিয়া প্রান্তে উদ্ভুদ পরিস্থিতি মোকাবিলায় বর্তমান লঞ্চঘাট ও ১নং ফেরি ঘাটের মধ্যবর্তীতে নতুন দু’টি ঘাট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঈদের আগেই ঘাট দুটি চালু করা হবে। লঞ্চ মালিক ও কর্মচারিরা জানিয়েছে, ঈদে অতিরিক্ত যাত্রী পারপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুটে ৩৩ টি লঞ্চ চলাচল করবে। ঈদের আগে-পরে মানুষের যাত্রা নিরাপত্তা নিশ্চিত করতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপশি র্যা ব, আর্মড পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন নিযুক্ত থাকবে।
↧