মাঝরাতে ঘুম ভেঙ্গে শুয়ে থাকে
একটা সিঙ্গেল খাট।
রাতের নীরবতা, সে মস্ত ভারী
নিশ্ছিদ্র আঁধারে কেবল
পরাবাস্তব স্বপ্নের ফুলঝুরি।
নিশুতির বুক ফুঁড়ে জেগে ওঠে শূন্যতা।
সিঙ্গেল খাটে শুয়ে থাকে
এক নিভৃতচারী অভিমানী বেদনা।
যদি কেউ এসে শুধাতো – আমাকে চাও?
পাশ ফিরতো অভিমান – চাই না, চলে যাও!
মাঝরাতে নির্ঘুমে, নিরন্ন শোকে ভেসে যায়
একাকীত্বের আদিগন্ত ধু ধু মাঠ!
--------------------------------------
উদাসীন