Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ

$
0
0

সাকিব-মাহমুদুল্লাহর অসাধারণ এক জুটিতে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটভক্তদের দৃষ্টি ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। অস্ট্রেলিয়া হেরে গেলেই প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে মাশরাফি বাহিনী। গতকাল বার্মিংহামের এজবাস্টনে এ কারণেই লাল-সবুজের জার্সি পরে বাংলাদেশি দর্শকরা জোর গলায় সমর্থন জুগিয়েছে ইংল্যান্ডকে। আর তাই ইংল্যান্ডের অসাধারণ জয়ে স্বপ্নপূরণ হলো বাংলাদেশের। ডিএল মেথডে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড। অজিদের ২৭৭ রানের জবাবে ইংল্যান্ড ৪০.২ ওভারে ৪ উইকেটে ২৪০ রান করার পর মুষলধারে বৃষ্টি এসে হানা দেয় এজবাস্টনে। অবশ্য ততক্ষণে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নিয়েছে ইংল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অতীত অংশগ্রহণগুলো শেষ হয়েছিল ব্যর্থতার মধ্য দিয়ে। মাঝখানে তো বেশ কয়েকবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতাই অর্জন করতে পারেনি টাইগাররা। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয় এক নতুন স্বপ্ন নিয়ে। বেশ কয়েক বছর ধরেই বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলেছে টাইগাররা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মতো দলগুলোকে কখনো হোয়াইটওয়াশ করেছে, কখনো হারিয়েছে আবার কখনো সিরিজে ড্র করেছে। এই অর্জন বাংলাদেশের ভক্তদের মনে আকাশচুম্বী প্রত্যাশা করার সাহস এনে দিয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দুঃসাহসে ভর করে দেখা স্বপ্নটাই এবার সত্যি হলো। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো ক্রিকেটের অভিজাত দলগুলোকে টপকে বাংলাদেশ পৌঁছে গেল তার স্বপ্নের সেমিফাইনালে। শেষ চারে বাংলাদেশ বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। কে হতে পারে বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ? আজ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী দলই সম্ভবত মাশরাফিদের মুখোমুখি হবে। দেখা যাক, টাইগারদের থাবার সামনে কে আসে! সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ যেই হোক জয়ের জন্যই খেলবে মাশরাফি বাহিনী।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>