Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

এসো শুদ্ধ হই

$
0
0

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRjKbOhoimySbrq4nCOQTuec0s6bHrO-GiM9LCcj2g6huYbQrgEvw

এসো শুদ্ধ হই
সাইয়িদ রফিকুল হক

এসো শুদ্ধ হই দিনে-দিনে,
আর ঋদ্ধ হই শুদ্ধাচারিতার ঋণে।
কৃষ্ণকালো দেখি শুভ্র-সুন্দর-চোখে,
লাভ কি আছে বলো, না পাওয়ার শোকে?
এসো হয়ে যাই যে, মানুষের মতো মানুষ,
পাপ-সাগরে ডুবে, হবে কতো বেহুঁশ?
এসে দাঁড়াও তুমি, বিশাল সাগর-তীরে,
বদলে যাও নিজে, শুদ্ধাচারিতায় ফিরে।
আর চেয়ে দেখ না, বারবার গভীর-চোখে,
সাগর কি বিশাল, দুঃখ যে নাই তার জঞ্জাল-শোকে।
এসো বন্ধু এসো, ভুলে যাই আবিল-পাপরাশি,
আর কেন পরবে, নিজেরই গলায় মিথ্যার ফাঁসি?
মেতে ওঠো এখনই, শুদ্ধাচারিতায় হাসি-হাসি মুখে,
নিজে শুদ্ধ হলে, বাঙালি-জাতি থাকবে চিরদিন মহাসুখে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>