আগে যখন খুব ছোট,মানে ক্লাস ফোর ফাইভ এ পড়ি।তখন আমরা সিনেমা,নাটক খেলতাম।আমার ভাগ্য হলো ফুটা ভাগ্য
।কোন ভালো, মজার জিনিস আমার চোখে পড়ে না।তাই জীবনে খুব কম স্কুল কামাই করেছি।কারণ,যেদিনই স্কুল যেতাম না,সেদিনই বিশাল মজার জিনিস মিস করতাম
।যথারীতি তাই হলো।রোজ রোজ সিনেমা,নাটক খেলতে খেলতে মন পচেঁ গেছিলো।তাই মার সাথে মার্কেট যাবো বলে বিশাল সিদ্ধান্ত নিলাম।
কিন্তু আমার খালাত ভাই( আমাদের সাথে থাকত) বলে-
ওরে,আজকে যাস না।সেই মজার সিনেমা হবে।পরে আফসোস করবি।তোর ত আবার এই স্বভাব।
যথারীতি ভাইকে মুখ ভেংগচে বুড়ো আংগুল দেখিয়ে প্রচন্ড গরমে মার সাথে শপিং নামক আজবের স্থানে গেলাম।
রাতে যখন বাসায় বিদ্ধস্ত হয়ে ফিরলাম,তখন ভাই এসে বলে-
-মু হা হা হা। আজ তুই আবার মিস করলি।
অসহায় চেহারা আড়াল করে বাঘিনী লুক নিয়ে,ক্ষেপে বললাম-
-আর কি মিস করবো? তুমি যা ফালতু।
- আজ কি হয়েছে শুনবি না?
- না,শুনবো না।
- না শুনলে নাই কা।তুই বসে থাক গা।
কিন্তু অস্থির মন ত বুঝে না।এমনিতেই বাচ্চা মানুষ,তার ওপর কৌতুহল।ভেতরে ভেতরে পুড়ছিলাম।ভাই টের পেয়ে এসে বলে-
- তোর ঘরে এত ধোঁয়া কেন?
- ফাজলামি করো না।
- কই ফাজলামি করি?
রাগে গা জ্বলে পুড়ে ছাই হয়ে আরো অনেক কিছু হচ্ছিলো।তাও,জানার ইচ্ছার জন্য,নম নম হয়ে বললাম-
- কি হয়েছে ভাই আজকে? বলো না গো।
- আজ হয়েছে" আল্লাহ তোদের গুনাহ দিবে"
অবাক হয়ে বলি,এইটা কি ভাই?
- এটা হলো আজকের সিনেমা। তুই মিস করলি।লাস্ট শর্টে নায়িকার এই ডায়লগ এতই পছন্দ হলো যে,সিনেমার নাম এটাই রাখলাম।আর এই সিনেমার অ্যাক্টরদের কাল চকলেট খাওয়ানো হবে।তুই আবার মিস।
এত মিস মিস করতে করতে আমি
।আল্লাহ এমন কেন করো আমার সাথে? খেলমু না আর