আমদের এ মন আর ভালোবাসা
সবই পবিত্র আর,
অনেক বেশি কোমল
যা চাঁদের আলো কে ও
হার মানাবে।
কিন্তু এ পৃথিবী তাকে
কলুষিত করে।
কারণে অকারণে
সময়ে অসময়ে।
পবিত্র মন হয় রক্তাক্ত
কি লাল সেই রক্ত
দেখে ভয় হয় প্রচন্ড।
কোমল মন ঝরে পড়ে
নিমিষে,সময় না নিয়েই
আবেগ গুলো হারায়
দূর অজানায়।
↧
পবিত্রতা
↧