তখন আমি ক্লাস থ্রী অর ফোরে পড়ি।নতুন এলাকায় আসায় এক মামার সাথে পরিচয় হয়।বয়স আমাদের চেয়ে খুব বেশি না।তবে আমার মা কে আপু বলায়,আমরা( আমি,আমার খালাত ভাই) মামাই বলতাম।ত সেই মামা ছিলো আমাদের পাড়াত মামা।মামা ছিলো মহা বদমাশ।জ্বালায় জ্বালায় জীবন ভাজা ভাজা করত আমাদের ত সেই মামা একদিন সন্ধ্যায় হাজির।কালো মানুষ সাদা দাত বের করে
বলে-
- মামুরা কই?
আমি আর ভাই বুঝছি,সামথিং ইজ রং ভেরি ভেরি রং।যাই হোক গেলাম কাছে।মামা এক বিশাল দাত বের করা হাসি
দিয়ে বলে-
মামা-মামুরা।তোমরা কি লাল নীল কাগজ দিয়ে গিফট মোড়াও,ওসব করে দিবা?
ভাইয়া- ওহহ।রাপিং পেপার এর কথা বলেন?
মামা-হা হা।ওই।এই বাক্স টা ওসব করে দেন ত।আছে না কিনে আনতে হবে?
ভাইয়া- আছে আছে।তা বক্স এ আছে টা কি?
মামা- দেখবেন কি আছে?
আমি আর ভাইয়া উৎফুল্ল।কি আছে? অনেক সুন্দর কিছু।এত বড় বাক্স।আমি বললাম-
- মামা কার জন্য গিফট টা?
- বান্ধবীর জন্য মামা।
আমি আর ভাই ত মনে মনে সেই লাড্ডু খাচ্ছি বাল্লে বাল্লে
চিৎকার করে বললাম,জলদি দেখান,জলদি
ত মামা বিশাল দাত বের করা হাসি আবার দিয়ে আস্তে আস্তে বক্স টা খুললো।আমি আর ভাইয়া ঝুকে পড়লাম।তারপর..............
বাকিটা ইতিহাস
মামা অতি বদমাশ ছিলো।সে বক্সে করে এক বিশাল সাপ নিয়ে এসেছিলো।বক্স খোলার সাথে সাথেই সাপটা ফণা তুলে।আমি আর ভাই ভয়ে চিৎকার দেই।আমরা দুজনেই শেষ ওখানেই
আর কোনদিন ও কারও গিফট খোলা দেখি না।আজও না।আর তার ত নাই
বি.দ্র: তিনি তার বান্ধবীকে সাপসহ বাক্সটা( রাপিং করা) জন্মদিনে গিফট দেয়।আর আমার বদ ভাই পরে মামাকে রাপিং করে দেয় বাক্সটা।