এন্ড্রয়েড ফোন থেকে সহজে ফোরামে ছবি আপলোডের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১ম ধাপঃ আপনার ফোন থেকে প্লেস্টোর ওপেন করুন। এরপর "Directupload.net Image Sharer" লিখে সার্চ দিন।
২য় ধাপঃ "Directupload.net Image Sharer" এ্যাপটি ইন্সটল করুন
৩য় ধাপঃ এবার যে ছবিটা শেয়ার করবেন, গ্যালারীতে সেই ছবিটা ওপেন করুন। ওপরের ডান দিকের কোণায় শেয়ার বাটনের পাশে মার্ক করা বাটনের মত একটা বাটন দেখতে পাবেন। যদি দেখতে না পান তাহলে ফোনের হোমস্ক্রীন অথবা এ্যাপ ড্রয়ার থেকে "Directupload.net Image Sharer" এ্যাপটি ওপেন করে তারপর আবার গ্যালারীতে যান। এবার আশা করি দেখতে পাবেন। তারপরেও না পেলে শেয়ার বাটনে ট্যাপ করেও Directupload.net এ আপলোডের অপশন পাবেন। অপশনটি সিলেক্ট করুন, ছবি অটোমেটিক আপলোড হয়ে যাবে
৪র্থ ধাপঃ ছবি আপলোড হয়ে যাওয়ার পরপরই অটোমেটিক ভাবে এই স্ক্রীনটি চলে আসবে। এখানে আপনার সদ্যআপলোডকৃত ছবিটির বিভিন্ন মাধ্যমে ব্যাবহারোপোযোগী লিঙ্ক পাবেন। এখান থেকে "Hotlink" সেকশনে গিয়ে ট্যাপ করুন, লিঙ্ক অটোমেটিক্যালি কপি হয়ে যাবে।
৫ম ধাপঃ এখন এ্যাপটি পুনরায় ওপেন করলেই আপনার আপলোডকৃত ছবিগুলো দেখতে পাবেন। যেকোন ছবির উপর ট্যাপ করলেই আগের ধাপের মত লিঙ্ক কপি করার অপশন আসবে।
৬ষ্ঠ ধাপঃ এবার ফোরামে প্রবেশ করে টপিক লেখার জায়গায় তীর চিহ্নিত অপশনে ট্যাপ করলে ইমেজ যোগ করার কোড আসবে এডিটরে। সতর্কভাবে সেখানে সদ্য কপি করা ছবির লিঙ্কটি পেস্ট করুন।
অভিনন্দন! আপনি আপনার অসাধারণ ছবিটি সফলভাবে আপলোড ও আমাদের সাথে শেয়ার করতে পেরেছেন
সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।