Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

কবিতা

$
0
0

** জেগে ওঠা মুখ **
মোঃ হাবিবুর রহমান হাবিব
........................
মুঠি ভরে তুলেনিই সুখের পরশ
মুকুলের হলুদ ডানায় জাগে আম্রকানন
অপরাজিতা নীলে সাজানো আকাশ ,
বালিকার প্রথম প্রেম আঁড়চোখে ডাকে ।

গোধুলির সান্ধ্যমেঘ ফিসফিস কথাকয়
রাতনামে জোনাকির স্বর্ণ ডানায় ,
রক্তজবার মত দু’ঠোঁট জাগে
আর জাগে যুবকের বক্ষ লোমশ-সমুদ্র অতল ঢেউ মিলেমিশে লয় ।
শ্বেত শুভ্র মোম পুড়ে পুড়ে ক্ষয়
পুড়ে যায় গ্লানী শত- আগামীরা ধায় ।


নুহের কিস্তি এক-জেগে ওঠে সুখ
ভেসে ওঠে নতুন এক পৃথিবীর মুখ ।
কঁচি সোনা ধানক্ষেত-কঁচি কঁচি হাসি
ফুল পাখি নতুনের তাই ভালবাসি ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>