কবিতা
অস্তিত্ব
গোলাম রব্বানি অাল সাইফি
__________________________
সে আছে,
হয়ত কল্পনায় কিংবা বাস্তবে।
সে আছে,
হয়ত মনের গহীনে নিঃশ্বাসে নিঃশ্বাসে।
সে আছে,
বধূ বেশে হয়ত বা আওলা কেশে।
সে আছে,
হরিণ রাঙ্গা ঐ দুটো কাজল কালো আখি মেলে।
সে আছে,
ধব ধবে দাঁতের মিষ্টি হাসি হেসে।
হ্যাঁ,সত্যি বলছি
সে আছেই,
তার পায়ের নুপূর তালে মন উতাল করে।
↧
অস্তিত্ব
↧