Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।

$
0
0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এক অপ্রতিরদ্ধ গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। একসময় দেশের চাহিদা মেটানর জন্য শতকরা ৯৫% ভাগ সফটওয়্যার ও ওয়েবসাইট ডিজাইন আমদানি করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশি আইটি ফার্ম গুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সফটওয়্যার রপ্তানি করছে এবং বয়ে আনছে দেশের জন্য অসামান্য গৌরব।

বাংলাদেশের  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প নিয়ে কথা হয়ে গেল বাংলাশের অন্যতম বিখ্যাত ওয়েবসাইট ডিজাইন ফার্ম রূপকারের ক্রিয়েটিভ ডিরেক্টর মুরাদ চৌধুরীর সাথে। "এখন বাংলাদেশের আইটি সেক্টর এক অসাধারণ সময় পার করছে। আমরা Roopokar, গত ৫ বছর আগে দৈনিক একটা বেশি হলে দুইটা ফোন পেতাম দেশিও কাজের জন্য। কিন্তু এখন আমরা দেশিও কাজের জন্য ছয় সাতটির ও বেশি ফোন পাই দৈনিক। এছারা বিদেশি কাজের জন্যও আমাদের দারে ইমেইল ও ফোন আসছে প্রায়েই" - মুরাদ চৌধুরীর।

বেসরকারি খাতের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের নিজস্ব সরকারি কর্ম ক্ষেত্রেও আইটির ব্যাবহার বেড়েছে অনেক গুণে। এ বিষয়ে বিষয়েও মুরাদ চৌধুরী বলেন "সবকয়টি মন্ত্রনালয়ের প্রতিটি বিভাগের এখন ওয়েবসাইট রয়েছেয়, আরও রয়েছেয় ইরপি সিস্টেম "

For authenticity of Murad chowdhury visit: http://www.roopokar.com/


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>