Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মহিলারে ক্যামনে আপু কই?????

$
0
0

ফেশবুকে এক স্কুল ফ্রেন্ড এর সাথে কথা হচ্ছে।টপিক হইলো- " স্কুলের ৫০ বর্ষ পূর্তি "।
ত ভালো কথা।হতেই পারে।এই জায়গায় যেতে হলে টিকিট লাগবে।পড়ুয়ারতরা দিবো ৫০০ আর প্রাক্তনরা দিবো ১২০০।আমি ঢাকা শহর থেকে বাস দিয়া শরীর,টাকা খরচ কইরা আবার ১২০০ টাকার টিকিট কিন্না যাবো? ইমপসিবল hmmঠেকা thumbs_down
ত ভালো কথা।যামু না।স্কুল ফ্রেন্ড এ যাইবো।গুড গুড thumbs_upহেতে কয়,
-ওখানে ৮৪ সালের পাশ করা আপুরা আসবে। smile
-৮৪ তে এস এস সি দিছে যারা তারাও আসবে? neutral
- হুম।আসবে।বড় আপুরা আসবে।ইস কি মজা হবে yahoo
- surprised আমার মা ই ত পাস করছে ৯৫ এ।হে আমার মা হলে ৮৪ সালের পাস করা দাদীরা আমার আপু হয় কেমনে?? surprised
- আরে,পোস্ট দেখো না? সবাই ত আপু বলছে smile
- তাই বইলা বুইড়া বুইড়া মহিলারে কেমনে আপু কই? hmm
- তুমি ত আর যাবা না।ত টেনস কেন হও? smile
- টেনস হই তুমরা আপু কইবা এই ভাইবা।
- তোামার ভাবতে হবে না,ওকে?
- donttell
- smile

বি.দ্র: আপনারাই বলেন কেমনে তাদের আপু কই?????  neutral ghusi


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>