ফেশবুকে এক স্কুল ফ্রেন্ড এর সাথে কথা হচ্ছে।টপিক হইলো- " স্কুলের ৫০ বর্ষ পূর্তি "।
ত ভালো কথা।হতেই পারে।এই জায়গায় যেতে হলে টিকিট লাগবে।পড়ুয়ারতরা দিবো ৫০০ আর প্রাক্তনরা দিবো ১২০০।আমি ঢাকা শহর থেকে বাস দিয়া শরীর,টাকা খরচ কইরা আবার ১২০০ টাকার টিকিট কিন্না যাবো? ইমপসিবল ঠেকা
ত ভালো কথা।যামু না।স্কুল ফ্রেন্ড এ যাইবো।গুড গুড হেতে কয়,
-ওখানে ৮৪ সালের পাশ করা আপুরা আসবে।
-৮৪ তে এস এস সি দিছে যারা তারাও আসবে?
- হুম।আসবে।বড় আপুরা আসবে।ইস কি মজা হবে
- আমার মা ই ত পাস করছে ৯৫ এ।হে আমার মা হলে ৮৪ সালের পাস করা দাদীরা আমার আপু হয় কেমনে??
- আরে,পোস্ট দেখো না? সবাই ত আপু বলছে
- তাই বইলা বুইড়া বুইড়া মহিলারে কেমনে আপু কই?
- তুমি ত আর যাবা না।ত টেনস কেন হও?
- টেনস হই তুমরা আপু কইবা এই ভাইবা।
- তোামার ভাবতে হবে না,ওকে?
-
-
বি.দ্র: আপনারাই বলেন কেমনে তাদের আপু কই?????