Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

আনন্দ প্লাবন

$
0
0

কবিতা
আনন্দ প্লাবন
গোলাম রব্বানি আল সাইফি
খুশির ও প্লাবন বহিছে আজি
বহিছে চারিদিকে,
ম্লান মুখ হইয়াছে ত্যাজি
দূর করে সব ফিকে।
ফাল্গুনী যেন ভূমিতে লুটায়।
বৎসল প্রণয়ে সবরে জড়ায়।
বয়সী তেজস্বী সবারি মুখেতে গো
আজি ফুটেছে হর্ষরাশি।
বরাক ও আজি বন্ধু আমার।
ভুজিষ্যে করি গো কোলাকোলি,
আজিকে দিনে মিলেছে আবার
ভুলে সব দলাদলি।
ঈদগাহেতে লোকাকীর্ণ
সবাই মোরা ভাই।
একসাথে মোরা নাচি গান গায়।
খুশির ও পরতে পরতে সবারে রাঙ্গায়।
হিংসা বিবেদ সব কালো মুছে দিয়ে আজ,
চলো সবে ঈদগাহেতে যায়।
#MM_Rabbani


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>