আমি চাই
আমাদের মাঝে কথা চলুক
রাত পেরিয়ে ভোর হলেও
আমাদের মাঝে কথা থাকুক
শীত চলে গিয়ে বসন্ত আসুক
আমাদের মাঝে কথা চলুক
তোমার আমার শত ব্যস্ততা
সময় গুলো দ্রুত চলুক
তবুও কথাগুলো বাঁচুক
↧
কথা থাকুক
↧
আমি চাই
আমাদের মাঝে কথা চলুক
রাত পেরিয়ে ভোর হলেও
আমাদের মাঝে কথা থাকুক
শীত চলে গিয়ে বসন্ত আসুক
আমাদের মাঝে কথা চলুক
তোমার আমার শত ব্যস্ততা
সময় গুলো দ্রুত চলুক
তবুও কথাগুলো বাঁচুক