Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

শাকিব খানকে বেয়াদব বললেন আলমগীর

$
0
0

বাংলাদেশের ফিল্ম এখন আর ধ্বংশের দ্বারপ্রান্তে না, পুরো ধ্বংশ হয়ে গিয়েছে। শিল্পীরা বেকার বসে আছে, তাদের কোনো কাজ নেই। চলচ্চিত্র শিল্পী সমিতি এখন বেকার সমিতিতে পরিনত হয়েছে। নায়ক শাকিব খানকে দেশীয় ছবির নির্মাতারা হিজড়া নায়ক বানিয়ে রেখেছিলো। যেই সে গেটআপ চেঞ্জ করে শিকারী ছবির মাধ্যমে পর্দায় উপস্থিত হলো সেই থেকে জায়েদ খানদের যাদের ছবি পাড়ার কুত্তাও দেখে না তাদের পাছায় আগুন লেগে গিয়েছে।

ওদিকে ঈদের ছবি নবাবকে কেন্দ্র করে শাকিব খান বনাব চলচ্চিত্র বেকার সমিতির মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছে। শাকিব খান আলমগীর, ফারুককে অপমান করায় তেলে বেগুনে জ্বলে উঠেছে আলমগীর ও ফারুক।

আসুন দেখি শাকিব খান কি বলেছিলেন তাদের সম্পর্কেঃ

[video (unkown provider)]

এর প্রতি উত্তরে শাকিব খানকে বেয়াদব বললেন আলমগীর

[video (unkown provider)]


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>