প্রজন্ম ফোরামে নিবন্ধন করার পর থেকেই ভালই নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলাম এখানে। লেখালেখিতে হয়ত আমি সেই অর্থে পারদর্শী ছিলাম না মনে যা আসতো তাই ই লিখতাম। এর মধ্যে আবার দুই তিন বার পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, মনটাই খারাপ হয়ে গেছিল অনেকদিন ঢুকতে না পেরে পরে নতুন পাসওয়ার্ড নিয়ে ঢুকলাম। মাঝে মধ্যে এটা সেটা লিখবো মনে করলেও আমি প্রচণ্ড রকমের অলস তাই নানা ব্যস্ততার কারনে কেন যেন আসা হয়নি লেখাও হয়না খুব একটা। এখানে লেখে সবার পজিটিভ মন্তব্যে লেখার প্রতি ও তখন কাজ করত আলাদা উৎসাহ। তাই দুই বছর এর মত এখানে লেখালেখি না করলেও কোন এক কারণে এটি আমার প্রিয় একটি জায়গা তাই ভুলতে পারিনি। তখনকার লেখা দেখলে আমার নিজের ই হাসি পায় , বাচ্চাদের মত নিজের লেখার হাতকে আনাড়ি মনে হয়।
সব ভাললাগার পর ও একটা প্রশ্ন আছে, ওয়েবসাইট অপারেট কিভাবে করে সে সম্পর্কে আমার ধারনা শুন্য সেটা আগেই বলে নিই।
আমার মনে হয় ফোরামে লেখার পদ্ধতিটা ভাল রকম জটিল। বিশেষ করে ছবি আপলোড করার ব্যাপার টা, অন্য ইমেজ সাইট থেকে আপলোডের মাধ্যমে। এমনিতে সবকিছু ঠিকাছে কিন্তু ছবি আপলোড দেয়ার ব্যাপারটা আমরা ফেসবুকে যেভাবে করি এখানে সেরকম সিস্টেম করলে কি ভাল হত না? আমার মনে হয় হয়ত অনেক সহজ হত অনেকের জন্য , বা অনেকে আমরা এম এস ওয়ার্ডে লিখি সেখানে সরাসরি ছবি সহ লিখেই আবার ছবি সহ কপি পেস্ট ও করা যায় , পুরো লেখাটা এইখানে ছবি সহ কপি পেস্ট করে দেওয়া গেলে লেখার কাজটা অনেক সহজ হয়ে যেত এখানে...
কিন্তু এ ব্যাপার টা কি ব্লগিং ওয়েবসাইট এ অসম্ভব? আর অসম্ভব যদি না হয় তাহলে এই কঠিন স্টাইল রাখার পিছনে কোন যৌক্তিক কারণ আছে কি? আগ্রহ আর বিনয়ের সহিতই প্রশ্ন রইল।
↧
প্রজন্ম ফোরামের স্মৃতিচারণ
↧