আমার শৈশবের কিছু দুঃসহ স্মৃতি
আমার হৃদয়কে দগ্ধ করেছিলো
সেই ক্ষত আর শুকিয়েছিলো না
আমার মনটা হয়েছিলো
ক্ষতবিক্ষত,জর্জরিত
বন্ধ হয়ে গিয়েছিলো
মনের দরজা
ভুলে গিয়েছিলাম ভালবাসতে
ভালোবাসা হয়েছিলো
অজানা।
বহু বছর পর
যখন আমি প্রাপ্তবয়স্ক
তখন তুমি এলে
দেবদূত হয়ে।
তোমার সরল ভালোবাসা দিয়ে
আমার এ ক্ষত হৃদয়কে
সারিয়ে তুলতে লাগলে
আমি আবার বুঝলাম
মনের দরজা বন্ধ হয়েছিলো
ঠিকই,তবে তাতে
জং ধরেনি,পড়েনি মরচে
এখনও নতুন , নিষ্পাপ হয়ে আছে
জীবনকে আবার উপভোগ করতে লাগলাম
ভালোবাসতে লাগলাম
নতুন করে।
কিন্তু,এত ভালোবাসা দিয়ে
এত আবেগ,মধুমাখা কথা বলে
তুমি আবার হারিয়ে গেলে।
আমার জীবন থেকে
দূরে,বহু দূরে
আমাকে একা করে।
↧
একা
↧