তোমার সঙ্গী হতে চাই
ছায়ার মত
যে ছেড়ে যায় না আমৃত্যু।
তোমার পায়ের মাটি
হতে চাই
যার স্পর্শ থাকে চিরন্তন।
বাগানের ফুল হয়ে
তোমার কঠিন হাতের
ভালোবাসার কোমল ছোঁয়া
পেতে চাই আমি।
তোমার উৎচ্ছাসের কোলাহল,
নীরবতার সঙ্গী হতে চাই
আজীবন।
কাগজে লিখা তোমার
কবিতার সমস্ত শব্দ
হতে চাই আমি।
ক্লান্ত শরীর জড়ানো ঘুম
হতে চাই।
সত্যি বলতে -
আমি তোমার হতে চাই
চাই তোমাকে।
↧
তোমার হতে চাই
↧