শাহরুখ-যশ চোপড়ার নতুন মুভি 'জাব তাক হ্যায় জান'। আগে নতুন মুভি আইলেই দেখতাম ব্যাপুক যুদ্ধ লাইগা যাইত... যাইহোক যশ চোপরা গত ৪০ বছর ধরে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। বলিউডের 'লাভ গুরু' বলা হয় এই মানুষটিকে। লাস্ট দুটি মুভি হল 'দিল তো পাগাল হ্যায়' এবং 'ভির যারা'। এরকম ডিরেক্টর এর কাছ থেকে এক্সপেকটেশনের কমতি থাকবে না এটাই স্বাভাবিক। যশ চোপরার লাস্ট দু'টি মুভিই আমার মোস্ট ফেভারিট মুভির তালিকায় রয়েছে। মুভিটা ট্রেলার, গান, পোস্টার অনেক আগেই রিলিজ হইছে কেউ পোস্ট দেয় নাই দেখে আমিই দিয়ে দিলাম।
পোস্টার:
ট্রেইলার:
গান ১
এই গানটা চরম লেগেছে!
গান ২
গানটার প্রতি এক্সপেকটেশন বেশী ছিল। পুরাপুরি পূরণ করতে পারে নাই। তবে খারাপ না। চলে।
গান ৩
সিনেম্যাটোগ্রাফি সেরকম! গানটাও বেশ!