প্রজন্মে কোন ইউজারের হিট টপিক বের করতে চাইলে বেশ হ্যাপা করতে হয়। তার সবগুলো টপিক পোস্ট পড়ে পড়ে দেখ। বা তার সম্মাননা দেখে তারপর বের করতে হয়। এটা বেশ ঝামেলার। আমি এই কাজটা করতাম এতদিন একটা স্ক্রিপ্ট দিয়ে। কারও সম্মাননা পাতায় গিয়ে একটা বাটনে ক্লিক করলেই হল। এবার এই স্ক্রিপ্টটা আর সাথে বোনাস আরও একটা জাভাস্ক্রিপ্ট বুকমার্কলেট হিসেবে দিয়ে দিলাম। পাবেন এখানে।
ইউজ করার নিয়ম। প্রথমে উপরের পেইজে যান। তারপর যেই স্ক্রিপ্টটা ইউজ করবেন তার লিংকটা টেনে এনে আপনার ব্রাউজারের বুকমার্ক বারে ছেড়ে দিবেন। তাহলে একটা বাটন তৈরী হবে। এরপর শুধু কোন ইউজারের সম্মাননা পেইজে গিয়ে ঐ বাটনে ক্লিক করবেন। এটা টপ ২০ টা হিট টপিক দেখাবে যেখানে আপনি সবচেয়ে বেশি সম্মাননা পেয়েছেন।