সৌন্দর্য ,কাঠিন্য আর গা শিরশির করা ভয়ংকর রুপের হাতছানি নিয়ে দাঁড়িয়ে থাকে আগ্নেয়গিরি । প্রাচীন রোমান দেবতা ভলকান এর নামানুসারে ইংরেজিতে এর নামকরন হয়েছে ভলক্যানো । আগ্নেয় গিরির তান্ডবলীলার কারনে যুগে যুগে অনেক শহর ,সভ্যতা চাপা পড়েছে ছাই আর লাভার আস্তরনে। তাই যখন আগ্নেয়গিরি দেখতে যাব ভাবছিলাম কেমন যেন একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করছিল ।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আগ্নেয় শিলা দ্বারা গঠিত । কুটা থেকে উবুদ যাবার পথে সারি সারি রাইস ফিল্ড । টেরেস কাল্টিভিশন । হঠাত ছবির মত চোখের সামনে ভেসে উঠল ধূসর পাহাড় ।মাউন্ট বাটুর।
Image may be NSFW.
Clik here to view.
যত কাছে যাচ্ছি তত কেমন যেন একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম ।
Image may be NSFW.
Clik here to view.
কেমন মুখ হা করে দাঁড়িয়ে আছে ।
Image may be NSFW.
Clik here to view.
যে কোন সময় উগড়ে দিবে আগুন ।
Image may be NSFW.
Clik here to view.
লাভার স্তর গুলো কালচে আর তার পাশে সবুজ গাছপালা । পাশ দিয়ে বয়ে গেছে বাটুর হ্রদ ।
Image may be NSFW.
Clik here to view.
আগ্নেয়গিরি দর্শন আর জম্পেশ বুফে লাঞ্চ সব মিলিয়ে এক রোমাঞ্চকর সময় পার করছিলাম।