Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ইউটিউবের ভিডিও দেখতে পাবার ব্যবস্থা

$
0
0

প্রজন্ম ফোরাম অনেক পুরাতন একটা ফোরাম। একসময় যদিও এটাতে অনেক সময় কাটানো হয়েছে কিন্তু এখন অনিয়মিত হয়ে গেলেও একদমই ভুলে যাই নাই। মাঝে মাঝেই ফোরামের টানে এটাতে ঢু মারা হয়। আমি জানি বাংলাদেশর বিখ্যাত বিখ্যাত প্রোগ্রামার এই ফোরামের সদস্য, এমন কি কয়েকটা স্টীকি টপিকও আছে যেকানে প্রোগ্রাম নিয়ে জ্ঞানগর্ব আলাপ আলোচনা হয়। এই পর্যন্ত দুইবার আমি নিজ চক্ষু কর্নে সাক্ষী ছিলাম- যেখানে ফোরামের অনেকগুলো সমস্যা সমাধান করবার জন্য সদস্যরা বলেছিলো। এখন মনে হয় প্রায় তিন বছর হয়ে গিয়েছে, একটিও সমস্যা সমাধান তো হয়ই নি, মনে হয় সবাই ভুলেই গিয়েছে সমস্যা গুলো। বিষয়টা খুবই দুঃখজনক।

যাই হোক- পূর্বের কথা আর টানছি না। বর্তমানে যে সমস্যাটা আমার কাছে সবথেকে বেশি সমস্যা পূর্ন মনে হয় তা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখানো নিয়ে। আর এটা ঠিক করাটাও মনে হয় তেমন কোন আহামরি ব্যাপার হবে না কারন আমি জানি এই ফোরামে যে সকল প্রোগ্রামার আছে তারা এর থেকেও অনেক গুন কঠিন কঠিন কাজ কর্ম প্রতিনিয়তই করে থাকেন।

এভাবে লিখবার জন্য আমি দুঃখিত। পূর্বেও আশা করেছিলাম, এবারও আশা করছি এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান করবার উদ্দ্যোগ নেওয়া হবে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>