"দেখো দেখো,
গাছটা মরে যাচ্ছে
কালসিটে পড়ে গেছে
তার সবুজ সতেজ পাতায়।"
" জল দাও,রোদ দাও,
যত্ন নাও বেশি বেশি।"
দীর্ঘশ্বাসের সাথে
ভেেস আসে কিছু কথা
শুনে বুকে হয়
হাহাকার।।
"গাছটা মরছে তো
ভালোবাসার অভাবে।
এতটুকুও কি বুঝছো না?
আগে প্রেম ছিলো
ভালোবাসা ছিলো
ছিলো যত্ন কত!
আজ ত আর সেটা নেই।
উবে গেছে,হারিয়েছে
সময়ের সাথে সাথে
তোমার অবহেলায়
আজ সে নির্জীব।
শুধু গাছ নয়,
এ জগতের
প্রতিটি সত্ত্বাই বাঁচে
ভালোবাসায়
আর মরে যায় অবহেলায়।
↧
অবহেলা
↧