১। 4"*6" সাইজের ছবি স্ক্যান করতে কি স্ক্যানার এর Scan Resolution 600 x 1200dpi যথেষ্ট নাকি 1200 x 2400dpi লাগবে ?
------
২। আর 4"*6" সাইজের ছবি প্রিন্ট করতে Print resolution 4800 x 600dpi কি চলবে।
-----
৩। বর্তমানে আমি মাল্টিফাংশন প্রিন্টার কিনতে চাচ্ছি। একটার(Pixma MG2570 প্রিন্ট 4800 x 600 - স্ক্যান 600 x 1200dpi) দাম ৩৭০০ তো অন্যটির(Pixma MP287 - প্রিন্ট 4800 x 1200 - স্ক্যান 1200 x 2400) দাম ৭২০০ (প্রিন্ট ও স্ক্যান এর রেজুলেশন দ্বিগুন) ।
মাল্টিফাংশন প্রিন্টার এর মূল কাজ হবে, এলবামের ছবি স্ক্যান করা ও লেখা প্রিন্ট করা। সাথে প্রিন্টারে CISS করা। এই কাজের জন্য কোনটা ভালো হবে ?
----