কিছু কিছু টপিক ওপেন করতে গেলে 502 bad gateway error শো করছে। শুধু মাত্র আমারই শো করছে না, কয়েকজন ফোরামিকের এই সমস্যাটা হচ্ছে, আমি চেক করেছিলাম। আমার যেমন https://forum.projanmo.com/topic54800.html এই লিংকটা ওপেন হতে সমস্যা হচ্ছে। এডমিন/মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি একটু দেখবেন।
↧