কিছুদিন যাবত এপিআই নিয়ে কাজ করার প্রয়োজন অনুভব করছি । কিন্তু আমি এপিআইর কিছুই জানিনা । আমি মেইনলি গুগলের এবং ফেসবুকের এপিআই কিভাবে কাজে লাগাবো বুঝছি না । এপিআইটা আসলে কি ধরনের কাজ করে এটা জানি । কিন্তু ইমপ্লিমেন্টেশন কিভাবে করব জানিনা । সবার দৃষ্টি আকর্ষন করছি । উত্তরটা পেলে খুব উপকৃত হব ।
↧