অনেকদিন ধরেই একটা বাইক বাইক করে চিল্লাইতেছিলাম, যদিও হাতের অবস্থা ভাল না বিধায় পছন্দের হাংকটা কিনতে পারলাম না, ওয়ালটন কিনতে চেয়েছিলাম কিন্তু ফিডব্যাকগুলো ভাল না, স্বয়ং হাংঙ্গরিকোডার নিজেই আমারে নিশেধ করলেন তখন আমি আর কি করুম, আপাতত TVS Metro কিনে ফেললাম, বাইকটা খারাপ না, কিন্তু হাই এক্সেলারেশন মিস করতেছি
ইঞ্জিনিয়ারের নির্দেশে আপাতত 50 এর উপরে স্পিড তুলা নিশেধ, তাতে নাকি আমার গাড়ির সিলিন্ডার এবং রিং ক্ষতিগ্রস্থ হবে, এরপরই স্পিড চেষ্ট দিবো
বাইকের দাম পরল 1,26,500/- এক লক্ষ ছাব্বিশ হাজার পাচশত টাকা। টাকাটা আমার পিতার তাই কেহ আমার কামাই করা টাকা ভাবিয়া ভূল করিবেন না
আমার আগের বাইকটা যখন ছিল তখন এতটাই গরীব ছিলাম যে 50-100 টাকার তেল তুলে তুলে চলতে হত, আজীবন রিজার্ভেই চলেছে বেচারা, সর্বোচ্চ মনেহয় একবার 400 টাকার তেল তুলেছিলাম তাও বন্ধুরা মিলে ঘুরার জন্য :S
এনাকে আর তাই কষ্ট দিতে চাই না, কিনেই ট্যাংকি ফুল করে দিয়েছি
যাহোক কিছু ছবি দেই আপনাগো নয়ন জুরানোর জন্য