আমাদের কোম্পানির জন্য একটি ওয়েব সাইট বানাতে হবে। ফিচারগুলো নিচে দিলাম।
সাইটের নিজস্ব হোস্টিং ও ডোমেইন থাকবে।
সাইটে কোম্পানির তথ্য ও ছবি থাকবে।
সাইটের নিজস্ব ইমেইল থাকবে সর্বোচ্চ ২০ টি।
ভবিষ্যৎতে যেন ই কমার্স বা অনান্য যে কোন সুবিধা যোগ করা যায় সে আপশন থাকতে হবে।
সাইটের তথ্য ও ছবি যোগ বা বাদ ও বিভিন্ন আপডেট করার ক্ষমতা কোম্পানির হাতে থাকতে হবে। মানে সাধারন ইউজাররা যেন এগুলা করতে পারে । যেমনটা আমরা এফবি বা প্রজন্ম তে করছি।
সাইটের সিকুরিটি হতে হবে আন্তর্জাতিক মানের।
এ ছাড়া, সাইটে আর অন্য ১০ টা কোম্পানির সাইটে যে সু্যোগ সুবিথা থাকে সেগুলা সব থাকতে হবে।
ডিজাইন বা ফিচারে একটু ইউনিক হলে প্লাস।
এগুলা ছারা আর কি কি করা যেতে পারে ধারনা দিলে উপকৃত হতাম।
এ সবকিছুর দায়িত্ব নিয়ে এখন যে বা যারা কাজটি করতে আগ্রহী তারা যদি সমস্যা মনে না করেন তাহলে এখনে বা আমার মেইল বা গোপন বার্তায় ওয়ার্কপ্ল্যান সহ যোগা্যোগ করতে পারেন আগামী ২৮/০৮/২০১২ এর মধ্যে।
উল্লেখ, কারো ওয়ার্কপ্ল্যান আমাদের পছন্দ হলে তাকে আমাদের করপোরেট হেড অফিস জয়পুরহাটে আসতে হবে। সেক্ষেত্রে তাদের থাকা ও খাওয়ার ব্যাবস্হা কোম্পানির পক্ষ থেকে করা হবে।
আমার নাম্বার
: ০১৭১২৯৫৭৪১৫
মেইল : rash88@gmail.com