মোবাইল এ গেম খেলেনা এমন মানুষ নেই বলতে গেলে। অনেকেই আছে pc তে কখনই গেম খেলেনা অথচ মোবাইল এ ঘন্টা পার করে দেয়। আর যারা টুক টাক ডাউনলোড করে গেম খেলেন তারা প্রায় সকলেই রেসিং গেম Asphalt এর কথা জানে। আর আমার কথায় pc তে যেমন Need For Speed বস তেমনি মোবাইল এ Asphalt।
আমি যখন java version first use করি তখন আমার এটা ভাল লাগেনি কিন্তু Symbian এ Asphalt 2,3,4 HD খেলে অসম্ভব ভাল লেগেছিলো। এবার আসি Asphalt 7 এর কথায়। আমি 5 and 6 version খেলিনি। তাই এই দুইটা নিয়ে কোন আইডিয়া নেই।
এখন গেম সম্পর্কে কিছু ইনফো দেয়। গেমটার সাইজ হলো মাত্র 1.4GB । গেমটি তে আছে ৬০টি গাড়ি এবং ১৫ টি ট্র্যাক। সর্বমোট ইভেন্ট আছে 150 টি। আপনি Fiat 500 Abarth দিয়ে গেম শুরু করলেও যখন টাকা হবে তখন BMW Z4 M Coupe, a Nissan 370Z, Aston Martins, Lamborghinis ইত্যাদি কিনতে পারবেন।
গেমটার graphics এক কথায় চমতকার। গেমটিতে আপনি career mode, multiplayer mode এ খেলতে পারবেন। সাথে quick race তো আছেই।
সুতরাং ডাউনলোড করুন গেমটি আর খেলুন সবচেয়ে সেরা রেসিং গেম। উল্লেখ্য এখানে দেয়া photo গুলো আমার মোবাইল থেকে নেওয়া।