Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

লিনাক্সে আপনার সবচেয়ে প্রিয় ওয়েব ব্রাউজার কোনটি?

লিনাক্সে আমরা সবাই নানাধরনের ব্রাউজার ব্যবহার করি।
উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট ইত্যাদি ডিস্ট্রোতে বিল্ট-ইন মজিলা ফায়ারফক্স দেওয়া থাকে। এছাড়াও গুগল ক্রোম, ক্রোমিয়াম, অপেরা, সিমাংকি, এপিফ্যানি, অরোরা, কনকুয়েরর, ফ্লক, লিংক্স, ইলিংকস, নেট্রিক সহ নানা ধরনের গ্রাফিকাল ও টেক্সট-মোড ব্রাউজার লিনাক্সে রয়েছে। এগুলো ফিচার, পারফরমেন্স ও অন্যান্য দিক দিয়ে একটি আরেকটি থেকে ভিন্ন।

এসব নানাধরনের ব্রাউজারের মধ্য থেকে আপনার সবচেয়ে প্রিয় ব্রাউজার কোনটি? আপনি হয়তো প্রতিদিন ব্রাউজিংয়ের কাজে একের অধিক ব্রাউজার ইউজ করেন, কিন্তু তুলনামূলকভাবে আপনার প্রিয় ব্রাউজারটির নামই (যেটি আপনি সবচেয়ে বেশি ইউজ করেন) আপনি এই টপিকে বলবেন।
লিনাক্সে নানাধরনের ব্রাউজার ও এদের সুবিধা-অসুবিধা নিয়ে ফোরামগুলোতে প্রায়ই আলোচনা হতে দেখি। আসুন এখন জেনে নেওয়া যাক কার প্রিয় ব্রাউজার কোনটি?  Image may be NSFW.
Clik here to view.
big_smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles