টেলিটক তাদের ৩জি ডাটা প্ল্যান আবারও নতুন করে রিভিউ করে পোস্ট পেইড প্রি পেইড এর জন্য আলাদা করেছে
বিস্তারিত http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_data_plan.php এই লিংকে পাবেন
মোটামুটি ভালোই বলা যায় কেউ্ কি ইউজ করেছেন ৩জি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন । হয়তো এ প্যাকেজ দেখেই কিউবি স্পিড ডবল করে দিয়েছে কারণ এটার সুবিধা হলো আপনি মোবাইল আর পিসি দুইটাতেই ইচ্ছামত ইউজ করতে পারবেন
#3G এর ব্যাপারে কিছু বিষয় ক্লিয়ার করি সরকারের ড্রাফট ৩জিতে প্রতি মেগাহার্জ তরঙ্গের জন্য প্রাইচ ধরা হয়েছে ১৫০ কোটি টাকা এবং প্রতি অপারেটরকে মিনিমাম ১০ মেগার্হাজ ব্র্যান্ডউইথ নিতেই হবে সেই হিসেবে লাইসেন্স এর সর্বনিম্ব দাম পড়ে ১৫০০ কোটি টাকা
#লাইসেন্স পাওয়ার পর নেটওয়ার্ক সেটাপ করে জেলাশহরগুলোতে কভারেজ করতেই প্রায় হাজার থেকে দেড় হাজার কোটি টাকা খরচ হবে
# দেখা যাচ্ছে একটা কোম্পানিকে ইনভেস্টমেন্ট করতে হবে প্রায় তিন হাজার কোটি টাকা আর এজন্যই টেলিটক প্রায় ২১ কোটি মার্কিন ডলার ঝন নিয়েছে চীন থেকে
#৩ হাজার কোটি টাকা ইনভেস্টম্যান্ট করে আপনি কি সস্তাতে ইন্টারনেট আশা করতে পারেন ? কখনোই না কারণ এটা ব্যবসা কোন জনবেসা মুলক প্রতিষ্টান না
#তারপরও মানুষ ৩জিতে দিনকে দিন কনভার্ট হবে কারণ এর পোর্টেবলিটি অণেক মোবাইল +পিসি দুইটাতেই হাইস্পিড নেট পাওয়া যাবে ।
#উপরের কথাগুলো কি আবিশ্বাস্য মনে হচ্ছে ,মনে হচ্ছে আমি বানিয়ে বানিয়ে বলছি বা মোবাইল কোম্পানির দালাল তাহলে দয়া করে http://trak.in/tags/business/2012/06/25 -reliance/ এই লিংকে ইন্ডিয়ার ডাটা প্ল্যান গুলো দেখে নিন তাহলে বুঝবেন যে টেলিটক কত সাশ্রয়ে ৩জি চালু করছে । ইন্ডিয়াতে হাজার কোটি রুপি শুধু খরচ হয়েছে একেকটা লাইসেন্স নিতে তাই জনসাধারণের নাগালের ভিতরে অফার দেওয়া সম্ভব হয়নাই । পৃথিবীর অণেক দেশেই এই অবস্হা উচ্চমুল্যের লাইসন্স ফী এর কারণ । বিশ্বের উন্নত দেশে ব্রডব্যান্ড সুলভি কিন্তু মোবাইল ব্রডব্যান্ড এ অনেক টাকা খরচ করতে হয় ।
আশা করি বুঝবেন ।