Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

সময়ের টানে জীবন...

$
0
0

সময়ের টানে অনেক কিছুই
বদলে যায়, পরিস্থিতির দায়।
আর বদলে যাওয়ার টানে-
সবার হৃদয় আকাশে মেঘেরা ভাসে,
মেঘেরা বৃষ্টি হয়ে কারো হৃদয় করে সিক্ত ও শান্ত,
আবার মেঘেরা কারো হৃদয় মরুদ্যানে
ঝড় বয়ে যায়, তীব্রাঘাতে করে ক্ষত-বিক্ষত।

বাস্তবতা আর বদলে যাওয়ার সময়
সবার হৃদয় আকাশে ওড়েনা সুখের ঘুড়ি,
দেখা যায় কারো-কারো শুভ্রাকাশে ওড়ে
রক্তিম পতাকা আর লাল শাড়ী।
অশনি সংকেত, ধ্বংসমুখে জীবন তরী।

কেউ সংকেত বুঝে সমাধান খোঁজে
আলোকিত ও গর্বিত জীবন গড়ে।
কেউ আবার অজ্ঞতার অন্ধকারে,
দেখতে পায়না আপদ-প্রতিকূলতারে,
আপনাকে পদে-পদে লাঞ্ছিত করে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>