অনেকেরই এখানে ওয়েব সাইট আছে। হতে পারে সেটা ব্লগ বা এপ্লিকেশন বা সার্ভিস, কিন্তু ওয়েবের সাথে প্রজন্মের অনেক সদস্যই জড়িত। ওয়েব সাইট রাখতে হলে একটা হোস্টিং দরকার। কেন কোন হোস্টিং ইউজ করছেন তা শেয়ার করার জন্যই এই টপিক। হোস্টিং ফ্রি হোক বা পেইড হোক কোম্পানির নাম থাকলেই লিখুন।
সাথে কোন প্ল্যান ইউজ করছেন তা উল্লেখ করতে পারেন। সবচেয়ে ভাল হয় কেন ব্যবহার করছেন তা বলতে পারলে। তাহলে অন্যরা উপকৃত হবে।
পোস্ট করার জন্য একটাই নিয়ম। পোস্টে কোম্পানির নাম বা লিংক থাকতে হবে।
এধরনের পোস্ট করবেন না।
সোচিপহোস্ট ইউজাই
আমিও
এর চাইতে এটা ভাল।
সোচিপহোস্ট ব্যবহার করি
আমিও সোচিপ
এই ধরনের টপিক করার উদ্যেশ্য হল পরবর্তিতে কেউ কোন হোস্ট পরিবর্তন করলে এই টপিক থেকে আইডিয়া পাবে। Existing User দের কাছ থেকে পরামর্শ নিতে পারবে।
প্রথমে নিজের টা বলে নিই।
আমি ইউজ করি thrustvps.নামে একটা কোম্পানি। খুবই ফালতু। বাংলাদেশ থেকে ল্যাটেন্সি বেশি। ৩-৪ বার এই কোম্পানি বিক্রি হয়েছে এবং নাম পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে সর্বশেষ নাম। মিডল সাইজের একটা প্যাকেজ ইউজ করি। প্রতি মাস ৫ ডলার। কিন্তু এই প্যাকেজটা এখন আর নেই। কোম্পানি পরিবর্তন হতে হতে এটা নাই হয়ে গেছে।