Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

৪টি কবিতা=আমারও সময় আসবে/একটু জীবন দাও/তোমাকেই পড়ে মনে/তোমার অপেক্ষায়

$
0
0

তোমার অপেক্ষায়
জিয়া চৌধুরী

তোমার অপেক্ষায়
তোমার জন্য অপেক্ষার সময়টুকুতে
বসে বসে চিবুনোর জন্য
এক প্যাকেট বাদাম কিনে দিও-
জানি, কিছুক্ষন পরেই তুমি চলে আসবে।
যদি না আস তবে আরো এক প্যাকেট
ছাতিমের ছায়াতলে কিছুক্ষন জিরিয়ে নেব এই ফাঁকে।

তুমি যদি ঘন্টাদুয়েক পরে আস ত মোবাইলে
দরকারী কল গুলো সেরে নেব
তোমার সাথে কাটানোর জন্য
...
তুলে রাখা সময়টুকু অযথা নষ্ট হতে দেবনা।

যদি সন্ধ্যায় আস তো আগেই বলে যেও
ততক্ষনে আমার ল্যাপটপে দু একটা কবিতা হয়ে যাবে
তোমার সামনে দাড়িয়ে -
আমি দৃপ্ত স্বরের কবি হব।

যদি এক দিন পর আস, তো কি আর করা
আমি না হয় একটা দিন অপেক্ষাই করলাম, ক্ষতি কী?

যদি সপ্তাহ , মাস, বছর পরেও আস
তবে চিঠি দিও আকাশের ঠিকানায়
আমি চোখ বুজে পড়ে নেব সব কথা।

আর যদি একেবারে না আস
তবে বিষ দিয়ে যেও
তোমা ছাড়া জীবনের চেয়ে মৃতু্‌ই শ্রেয়।


আমারও সময়  আসবে
জিয়া চৌধুরী

একদিন আমারও সময় আসবে
যেদিন হাশরের ময়দানে দাড়িয়ে ছুড়ে ফেলবো
রঙ্গমঞ্চের পোষাক, যেদিন
খুলে ফেলব ভদ্রতার মুখোশ, উম্মোচন করে দেব
সকল কবিতা ও কাব্য রহস্য।

সেদিন আমাকে আর তুমি খুঁজে পাবেনা
আমি হারিয়ে যাব অতলান্তিকের অতলে
তোমার প্রেম আমাকে ছোঁবেনা কখনো।

ভালবাসা পাইনি বলে একদিন বিলাপ করেছিলাম
আমার কান্নাকে তুমি অসহায়ত্ব মনে করেছিলে।
ভেবেছো আমার সবকটি ডানা কেটে
পড়ে থাকব পায়ের নিচে। ভুল -
তুমি ভুল ভেবেছিলে। তাই আজ
সাত আসমান উপর দিয়ে
জিব্রাইলের ডানায় ভর করে আমি এগিয়ে যাচ্ছি
আমি সব মুখোশ খুলে দেব।
প্রিয়তমা, অপেক্ষা করো, দেখা হবে আমাদের
হাশরের ময়দানে, আমি উম্মোচন করে দেব আমার
সকল কবিতা ও কাব্য রহস্য।

একটু জীবন দাও
জিয়া চৌধুরী

দোহাই, আর বাজিয়োনা
তোমার বেহালার ঐ করুন সুর
আমার সহ্য হচ্ছেনা ।
আমি কাঁদতে পারিনা
আমার চোখে অশ্রু নেই
ঘুমও নেই, নির্ঘুম প্রতিরাত-
তোমার বেহালা শুনে শুনে।
আমায় আর কাদিয়োনা
আমায় একটু হাসতে দাও
একটু প্রেম দাও
একটু জীবন দাও।


তোমাকেই পড়ে মনে

জিয়া চৌধুরী

তোমাকেই পড়ে মনে
নিয়ত যে ঘ্রাণ তুমি বয়ে বেড়াও
তা আমাকে টেনে নিয়ে যায়
পৃথিবীর ওপার পর্যন্ত।
তোমার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত
মিন্দানাও থেকে ক্যালিফোর্নিয়া
উত্তর মেরু থেকে দক্ষিন মেরু, এমনকি
আমি চষে বেড়াই
আসমান থেকে জমিন পর্যন্ত।
আমাদের বিলম্বিত প্রণয়টুকু
একটু একটু করে নি:ষেশিত
শুধু তোমার অমলিন স্মৃতিটুকু
আর তোমাকেই মনে পড়ে।

সেই জারুল গাছ, সেই স্বাক্ষীটুকু
আমি ঝুলে থাকি, অনন্তকাল ঝুলে থাকব।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>