Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মানিবুকারের সাথে ব্র্যাকের সমস্যা?

$
0
0

8 দিন আগে মানিবুকার্স থেকে উইথড্র দিয়েছিলাম, 6 দিন আগে কনফার্ম করছে। তারপরও টাকা না পাওয়ায় মেজাজ গরম হইতেছিল! ধরে নিলাম হলিডে সীজনের জন্য কিছুটা দেরি হয়েছে।
একটু আগে দেখলাম একাউন্টে টাকা জমা হইছে। কিন্তু ট্রানজেকশন ডিটেইলস দেখে খুশি হওয়ার বদলে মেজাজ আরও বেশি করে চড়া শুরু করল!!!
আমি উইথড্র দিয়েছিলাম 155 ডলার (মানিবুকারের চার্জ আলাদা), এখন দেখি জমা হইছে 140 ডলার মাত্র!  angry পুরাই 15 ডলার হাওয়া।
কলসেন্টারে ফোন দিয়ে ১২ মিনিটের মত চিল্লাইলাম (সত্যিকার অর্থেই!), কিন্তু কোন ফায়দা হোল না। ওরা কোন তথ্যই দিতে পারলো না!
আপাতত মানিবুকারকে একটা মেইল দিয়ে এই টপিক লিখতে বসলাম!
আচ্ছা আপনাদের কারও কি ইদানিং এরকম সমস্যা হয়েছে।
স্পেশালি রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, সাথে অন্য যারা ব্র্যাক+মানিবুকার ব্যবহার করেন!


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>