মোবাইল ফোন পোরটাবিলিটি ব্যাবহারের মাধ্যমে একজন ইউজার তার মোবাইল নাম্বার পরিবর্তন না করে এক অপারেটর থেকে অন্য অপারেটর যেতে পারবেন। আগামী ছয় মাসের মধ্যে এই সুবিধা বাংলাদেশে শুরু হবে।
এই সুবিধা পৃথিবীর বিভিন্ন দেশে চালু রয়েছে। যার ফলে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাই। এবং তারা তাদের সেবার মান বৃদ্ধি করতে আগ্রহী হয়।
বিটিআরসি এর চেয়ারম্যান জিয়া আহামেদ জানিয়েছেন তারা এই সুবিধা শুরু করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি এই সুবিধা চালু হলে গ্রাহকরা অনেক উপকৃত হবেন। কারন এক অপারেটর এর পেকেজ পছন্দ না হলে নতুন সিম কেনা ছাড়াই অন্য অপারেটর এ চলে যাওয়া যাবে।
↧
মোবাইল ফোন পোরটাবিলিটি আসছে বাংলাদেশে
↧