একখানা টপিকের কল্যানে অনেকের জানা হয়ে গেছে আমি বাংলালায়ন এর কার্ড বিক্রয় করি। কয়েকদিন হল আমি একটা সাইট চালু করেছি যেখান থেকে আপনি কার্ড কিনতে পারবেন অনলাইনে। পেমেন্টের জন্য চারটি অপশন চালু আছে ( বিকাস , মোবাইল ব্যাংকিং,ডাচ বাংলা,পেজা) । বর্তমানে ডিরেক্ট রিচারজ সিস্টেম চালু আছে এই পদ্দতিতে আপনাকে একটা ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে (একাউন্ট আইডি+পাস সহ) আর আমাদের অটোমেটিক টোকেনের রেফারেন্স দিয়ে পেমেন্ট করতে হবে। সামনে গেটওয়ে / পেমেন্ট প্রসেসর যোগ করার ইচ্ছা আছে।
আমার সাইট থেকে কার্ড কিনলে ১০-১৩% ডিস্কাউন্ট পাবেন এবং এটা পরবর্তী নোটিশ ব্যাতীত পরিবর্তন হবে না।
দয়া করে কেউ জানতে চাবেন না আমি কি করে ডিস্কাউন্ট দেই , এই প্রশ্ন শুনতে শুনতে মেজাজ খারাপ হয়ে যায়।এখানে কোন ইলিগাল সিস্টেম নেই।
আমার সাইটের ঠিকানা bd-lion.com, সবাইকে আমন্ত্রন।