ফেসবুকে অনেককেই দেখলাম নতুন একটা মোবাইলের বিজ্ঞাপন শেয়ার করতে। ম্যাক্সিস নামে ঐ কোম্পানী তাদের ফোনকে ১০০% হালাল ইসলামী ফোন বলে বিক্রি করছে।
সবচেয়ে খারাপ লেগেছে, ইসলামকে এরা মার্কেটিংয়ের কাজে ব্যবহার করছে। আমি নিশ্চিত এ দেশে এমন ছাগুর অভাব হবে না, যারা এই বিজ্ঞাপন দেখে অন্য ফোন না কিনে এ ফোন কিনবে।