স্মৃতিচারণ............ছবি
==============
নিঝুম আঁধার সুনসান উঠোনটায়
দুরে হুক্কা হুয়া শিয়ালগুলো চিল্লায় ।
বড়ই গাছটা উঠোনে দাঁড়িয়ে ঠাঁয়
ঝিঁ ঝিঁ পোকার ডাকে কাটা দেয় গায় ।
জোনাকগুলো মিটমিট নিভছে আর জ্বলছে
উঠোনের কোনার গন্ধরাজের ঘ্রাণ বাতাসে ভাসছে ।
ধমকা হাওয়ায় গাছের পাতা কাঁপছে থরথর
হয়তো এখনি অঝর ধারায় নামবে বৃষ্টি ঝরঝর ।
ভাইবোনেরা মিলে রাতে কত খেলেছি কানামাছি-বউছি
সবই একই জায়গায়, শুধু আমি নেই...অন্য কোথাও আছি ।
রাতের আকাশে জ্বলে হাজারো তারার বাতি
একসাথে বসে হাসাহাসি আর গান গাওয়ায় মাতি ।
সুন্দর সময়গুলো সবে কাটিয়েছি মিলেমিশে
মনে হয় এইতো সেদিন, এতটা সময় চলে গেলো নিমেষে ।
মাঝে মাঝেই যাই হারিয়ে অতীরের পানে চেয়ে
ফেরানো যাবে না সময়, দু ফোঁটা অশ্রু পড়ে চিবুক বেয়ে ।