১। সাদী সাদী ডাক পাড়ি
সাদী মোদের কার বাড়ী
আয়রে সাদী ঘরে আয়
ডাল মাখা ভাত কাউয়া খায়
২। মুইজ্জা রে মুইজ্জা কোথায় যাস ?
বিলের ধারে কাটব ঘাস
ঘাস কি হবে ?
যামু হাঁটে
ঘাস খাইয়া গরুর মত চরমু মাঠে
৩।আতা গাছে ছবি আপু
ডালিম গাছে মুন (আপু)
চকলেট দিয়া মুলা রান্দে
দেখ তাদের গুন
৪।ঐ দেখা যায় নোয়াখালি
ঐটা ফারহানের গাঁ
ঐখানেতে বাস করে আমাদের ফারহাইন্না
ও ফারহান তুই খাস কি?
ভেটকি মাছ চাস কি?
ভেটকি আমি খাইনা
ইলিশ মাছ পাইনা
একটা যদি পাই
ওমনি ধরে গাপুস গুপুস খাই ।
৫।হাট্টিমাটিম টিম
স্বপ্নীল মাঠে পাড়ে ডিম
স্বপ্নীলের খাঁড়া দুটি শিং
স্বপ্নীল হাট্টিমাটিম টিম
৬।তাহমিদ যাবে শ্বশুর বাড়ি
সন্গে যাবে কে?
ঘরে আছে শান্ত বালক
কোমড় বেঁধেছে
৭। আয় ছেলেরা ,আয় মেয়েরা
ইলিয়াস ভাইর বাসায় যাই
ইলিয়াস ভাইর বাসায় গিয়া
পান্তা ইলিশ খাই
৮। আম পাতা জোড়া জোড়া
আল - মাহমুদ খাইছে ধরা
ওরে সবাই সরে দাড়া
আল-মাহমুদ দিচ্ছে তাড়া
আল মাহমুদ খেপেছে
পাগলা গারদে ছুটেছে