সবার জীবনে প্রেম আছে এবং একটাই।আমি বলি কেউ কাউকে ঠকানোর চেষ্টা যেন না করে তাতে আল্লাহ নারাজ হন ।আমি মিঠুন মন্ডল আমি জামালপুর জেলার ইসলামপুর থানায় থাকি আমি গাইবান্ধা ইউনিয়নে বসবাস করি।আমি সবার চায়তে একদম আলাদা আমি গাজীপুর জেলার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ।আমি শহরে থাকাকালীন কোন মেয়েকে পছন্দ পর্যন্ত করিনি ।ভেবেছিলাম জীবনে প্রেম করবনা কিন্তু পারলাম না সুজল সুফলা বাংলা গায়ের মেয়ে লিমার কাছে ধরা খেয়ে গেলাম অর্থ প্রথম দেখায় প্রেম ।সে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে পড়ে তার বাড়ি নতুন শাহপাড়া ।তার জন্য আমি এখন মজনু হয়ে গেছি আমি ভালবাসী তাকে।কিন্তু এখন ও আমি তাকে বলতে পারতেছিনা কি করব বলুন কেউ?
↧