স্টার নিউজঃ বেটি বি-কে দেখে এলেন শাহরুখ খান. ঐশ্বর্যা ও অভিষেক বচ্চনের সদ্যজাত কন্যাসন্তানকে দেখতে বচ্চনদের বাসভবনে যান কিং খান. নিজের ব্লগে একথা জানিয়েছেন স্বয়ং বেটি-বি-র দাদু অমিতাভ বচ্চন. বিগ-বি লিখেছেন, ক্ষুদেটাকে দেখতে শাহরুখ এসেছিলেন. বলিউডের অন্যান্য তারকারাও জুনিয়র বচ্চনকে দেখতে এসেছেন. নাতনি প্রতি আদরে আপ্লুত অমিতাভ জানিয়েছেন, পরিবারের নবাগতার সঙ্গে তাঁরা যতটা পারা যায় সময় কাটাচ্ছেন. এটা জীবনের একটা দারুন আনন্দঘন মুহুর্ত.
উল্লেখ্য,গত বছরের ১৬ নভেম্বর জন্ম হয় বেটি-বির. হাসপাতাল থেকে তাকে বাড়িতে আনা হয় ২২ নভেম্বর. প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যার নামটা অবশ্য এখনও পর্যন্ত ঠিক হয়নি. তার বাবা আদর করে নাম দিয়েছেন বেটি-বি.
http://starananda.newsbullet.in/enterta 1-17-17-31
গোপন নিউজঃ কিন্তু ভিতরের খবর হলো, শাহরুখ খান সেখানে গিয়ে গিয়ে বেটি-বির সাথে তার ডন ২১ মুভির জন্য চুক্তি করেছেন। চুক্তি মতে, ডন ২১ মুভিতে শাহরুখ খান এর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন বেটি-বি। তাই আমরা সকলে অপেক্ষায় থাকলাম ডন ২১ দেখার
সেই গোপন বৈঠকের ছবি