:::টানাপোড়েন:::
বলতে গেলে মনের কথা, হারিয়ে ফেলি খেই।
চাইতে গেলে চোখের তারা, দ্বিধার কমতি নেই।
বলতে গেলে ভালোবাসি, সব ভুলে যাই।
বাঁধতে গেলে পথের ঝুঁটি - ছিন্নমতী, এলোমেলো হারাই।
দেখাতে গেলে বুকের ক্ষত, তিলে তিলে জমেছে যত
আরো ক’টা কষ্ট বুক পেতে নেই।
ছুঁতে গেলে মন - চির অধরা যেমন,
কেন যায় টুটে যেন দিবা স্বপন!
কেবল ক’টা দূরত্বের দাগই চিনে নেই।
বলতে গেলে ব্যথার কথা, হাসির কথা কই।
শুনতে গেলে মৌনতা, উপেক্ষার নীরবতা পাই!
হাঁটতে গেলে মনোবেলায়, নির্বাক হয়ে থাকি।
নাইতে গেলে জোয়ারি জলে, ভাঁটার স্বপ্ন আঁকি!
বলতে গেলে মনের কথা, হায়, কেন বলি না?
ক’বে ঘুঁচবে এ দ্বিধা, হৃদয়ের অসহ্য টানাপোড়া?
--------------------------------------------------------
উদাসীন
২০।১১।১২