টিউটোরিয়াল তৈরির ধারাবাহিকতায় আবারো হাজির হলাম এইচটিএমএল টিউটোরিয়াল নিয়ে। ৭৮ মিনিটের এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়।
টিউটোরিয়ালের মোট সাইজ ২৬০ মেগাবাইট। হাইকোয়ালিটি। সম্পুর্ণ ক্লিয়ার ভয়েজ। ডাউনলোড করুন এখান থেকে।
নিয়ম: তিনটি পার্ট ডাউনলোড করুন। এগুলো ০০১,০০২,০০৩ এক্সটেনশনে থাকবে। এগুলো ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন। এই সফটওয়ারটি (190KB) ডাউনলোড করে ওপেন করুন। জয়েন এ ক্লিক করে .০০১ ফাইলটি চিনিয়ে দিন। তারপর একটি WMV ফাইল পাবেন। এটি প্লে করতে পারবেন।
এর সাথে সোর্স ফাইল দেওয়া আছে সেটি দেখে অনুশীলন করুন। এর পার্ট টু আসছে শীঘ্রই।
নোট: যে কোন স্থানে যে কোন নামে টিউটোরিয়ালগুলো শেয়ার করা যাবে।