কিছু কিছু গান হয়ত কখনও লেখা হবে না!
কিছুটা ভালোবাসা হয়ত কখনও দেয়া হবে না!
কিছু ভাবনা হয়ত ভাবা হবে না!
কিছুটা স্বপ্ন আর অযথা সাজানো হবে না!
কিছুটা তুমি কখনও পুরোনো তুমি হবে না!
কিছুটা কান্না হয়তবা জল এ সিক্ত হবে না!
কিছুটা হাসি হয়তবা প্রান খোলা হবে না!
কিছুটা দুঃখ কখনও প্রকাশ পাবে না!
আর আমি? সেই পুরোনো আমি হব না!
কিছুটা স্বপ্ন আকাশ ছোবে না!
কিছু কিছু রাতে হয়ত ঘুম আসবে না!
কিছু দির্ঘ্য শ্বাস আর দির্ঘ্য হবে না!
কিছু অনুক্ত ভালোবাসা ব্যাকরনে থাকবে না!
কিছু কিছু স্মৃতি কখনোই মুছে যাবে না!
কিছু বড় চাওয়া আর দামি হবে না!
তবু ছোট ছোট আশা আর পূরন হবে না!
তবুও নিস্বার্থ এই আমি আর শেষ হব না!
কিছু কিছু মায়া আর দির্ঘ্য হবে না!
দুটো দেহের ছায়া আর এক হবে না!
কিছু বৃষ্টি ফোটা আমায় ছোবে না!
কিছু কিছু মেঘলা দিনে বৃষ্টি হবে না!
তবুও কিছু ভেজা গোলাপ ভেজা গোলাপ আমার হাত ছাড়বে না
কিছু কিছু ভালোলাগা আর ভালোবাসা হবে!
ভালোবেসে ভালো লাগা আর জটিল হবে না!
সব শেষে যা হবে, এই আমি সেই তুমি আর এক হব না!