আজকে একটা TP-LINK এর রাউটার কিনে আনলাম , ভাবছিলাম সারাদিন পিসি বা ল্যাপটপ অন না করে রাউটার দিয়ে হট স্পট করে মোবাইল বা ল্যাপটপে নেট চালাবো আগের চেয়ে বর্ধিত দূরত্বে (!)। কিন্তু হঠ্যাৎকরেই রাউটারের বাক্সে লেখা দেখলাম ব্রডব্যান্ড কানেক্টিভিটি লাগবে । কিন্তু আমার ব্রডব্যান্ড নাই , আমার বাংলালায়ন এর ডঙ্গল মডেম । এখন আমি কি করব ? আমি কি মডেমটি ফেরত দিয়ে দিব ? ফেরত দিয়ে দিলে কি কিনতে পারি ?
↧